১৫ নং দেবীপুর ইউনিয়নে ছোট বড় মিলে ৯টি মৌজা বা গ্রাম অবস্থিত। ১৫নং দেবীপুর ইউইনয়ন পরিষদটি দেঈপুর ইউনিয়নের মাঝ থানে অবস্থিত। সরকারী ভাবে দুটি ও বেসরকারী ভাবে দুটি হাট বা বাজার রহিয়াছে। এ ইউনিয়নে মোট জনসংখ্যা প্রায় ২৬০০০ উপর। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ১০টি। সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্যায় ২৩টি। মাদ্ররাসা ৩ টি ও ১ই সরকার পরিচালিত হাফিজিয়া মাদরাসা রহিয়াছে।ইউনিয়ন টি মাঝামাঝি ভাবে দু ভা্গ করে রেখেছে ভুল্লি নামক নদীটি। এ ছাড়াও সেনুয়া নদি ও এ ইউনিয়নের পাশ্ব দিয়ে বহে যাওয়া ট্রাংঙ্গন নদী যাহার সুফল এ ইউনিয়নের দারাজগাঁও, কালেশ্বরগাঁও ও শোল্টহরী মৌজার লোকজন ভোগ করিতেছে। যে মন এই নদীর পানি দিয়ে বর্ষার মৌশুমে উচু জমিতে কেনাল দিয়ে পানি তুলে চাষাবাদ সহ গম ও বোরো মৌশুমে ফষল ফলাতে সহায়তা করে। এই ইউনিয়নের ১টি সার্বক্ষনিক সেবা দান কারী প্রতিষ্ঠান তথ্য ও সেবা কেন্দ্র জনগনকে সেবা প্রদান করে আসছে। এই তথ্য ও সেবা কেন্দ্রের উদ্দোক্তা ২০১৩ ও ২০১৪ইং সালে সাফল্যর সহিত ঠাকুরগাঁও জেলার ১ম উদ্দোক্তা হিসাবে পুরস্কার পেয়েছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস