Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে ১৫নং দেবীপুর ইউনিয়ন

১৫ নং দেবীপুর ইউনিয়নে ছোট বড় মিলে ৯টি মৌজা বা গ্রাম অবস্থিত।  ১৫নং দেবীপুর ইউইনয়ন পরিষদটি দেঈপুর ইউনিয়নের মাঝ থানে অবস্থিত। সরকারী ভাবে দুটি ও বেসরকারী ভাবে দুটি হাট বা বাজার রহিয়াছে। এ ইউনিয়নে মোট জনসংখ্যা প্রায় ২৬০০০ উপর। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় ১০টি। সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্যায় ২৩টি। মাদ্ররাসা ৩ টি ও ১ই সরকার পরিচালিত হাফিজিয়া মাদরাসা রহিয়াছে।ইউনিয়ন টি মাঝামাঝি ভাবে দু ভা্গ করে রেখেছে ভুল্লি নামক নদীটি। এ ছাড়াও সেনুয়া নদি ও এ ইউনিয়নের পাশ্ব দিয়ে বহে যাওয়া ট্রাংঙ্গন নদী যাহার সুফল এ ইউনিয়নের দারাজগাঁও, কালেশ্বরগাঁও ও শোল্টহরী মৌজার লোকজন ভোগ করিতেছে। যে মন এই নদীর পানি দিয়ে বর্ষার মৌশুমে উচু জমিতে কেনাল দিয়ে পানি তুলে চাষাবাদ সহ গম ও বোরো মৌশুমে ফষল ফলাতে সহায়তা করে। এই ইউনিয়নের ১টি সার্বক্ষনিক সেবা দান কারী প্রতিষ্ঠান তথ্য ও সেবা কেন্দ্র জনগনকে সেবা প্রদান করে আসছে। এই তথ্য ও সেবা কেন্দ্রের উদ্দোক্তা ২০১৩ ও ২০১৪ইং সালে সাফল্যর সহিত ঠাকুরগাঁও জেলার ১ম উদ্দোক্তা হিসাবে পুরস্কার পেয়েছেন।